১০ মে, ২০২৫ || ২৬ বৈশাখ, ১৪৩২
ফ্রান্স’র বিশ্ব ফুড মেলায় স্টার লাইন ফুডস্
  • Updated Oct 23 2024
  • / 531 Read

 

 

স্টার লাইন ডেস্ক: 

দেশের স্বনামধন্য স্টার লাইন ফুড প্রোডাক্টস ফ্রান্সে অনুষ্ঠিত বিশে^র সর্ববৃহৎ ফুড মেলায় অংশ নিয়েছে। বিশ্বের নামীদামি প্রায় সহস্রাধিক ফুড কোম্পানীর সাথে স্টার লাইন ফুড ‘বিশ্ব ফুড মেলায়’ অংশ নিয়ে বাংলাদেশ তথা ফেনীর ঐতিহ্যের জানান দিচ্ছে। 

 

 

২৪-২৫ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ব ফুড মেলায় অংশ নিতে ইতিমধ্যেই দেশ ছেড়েছেন স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন ও মাহমুদুল হক মনির চৌধুরী। ফুড মেলা শেষে স্টার লাইন গ্রুপের পরিচালকদ্বয় ইউরোপের অন্যান্য দেশে স্টার লাইন ফুড প্রোডাক্টসের বাজারজাত ও সম্ভাব্যতা যাচাই করবেন। 

 

ইতিমধ্যেই স্টার লাইন ফুড প্রোডাক্টস বিশ্বের ২৯ দেশে রপ্তানী হচ্ছে। প্রতিদিনই বিদেশে এই কোম্পানীর উৎপাদিত পণ্যের চাহিদা বাড়ছে। গুণগত মান, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রক্ষা করার ফলে স্টার লাইন ফুড প্রোডাক্টস সুনামের সাথে এগিয়ে যাচ্ছে বলে জানান, পরিচালক মাঈন উদ্দিন।

Tags :

Share News

Copy Link

Comments *