০৯ মে, ২০২৫ || ২৬ বৈশাখ, ১৪৩২
ফেনীতে এনসিপি’র বিক্ষোভ মিছিল ‘বিচারিক প্রক্রিয়ায় আ’লীগকে নিষিদ্ধ করতে হবে‘ -কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ
  • Updated Apr 28 2025
  • / 411 Read

 

নিজস্ব প্রতিনিধি:

ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না উল্লেখ করে দলটিকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ।

গতকাল সোমবার ফেনীতে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, রাষ্ট্রীয় সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুনতাসির মাহমুদ বলেন, “আওয়ামী লীগ আলেম-ওলামা, সেনাবাহিনী ও ছাত্র জনতার হত্যাকারী; এটি একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন। অন্তবর্তীকালীন সরকারকে দাবি জানাচ্ছি, কোনো খুনি, সন্ত্রাসী বা মানবাধিকার লঙ্ঘনকারী সংগঠনকে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। গণভোটের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দল হিসেবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে।”

 

তিনি আরও বলেন, “আমরা অবশ্যই নির্বাচন চাই, তবে তার আগে রাষ্ট্রের মৌলিক সংস্কার নিশ্চিত করতে হবে।” বিএনপি ও জামায়াতের উদ্দেশে মুনতাসির মাহমুদ বলেন, “আমরা অতীতে বিএনপির ডাকে খালেদা জিয়ার মুক্তি এবং আল্লামা সাঈদীর জন্য রাজপথে নেমেছিলাম। আশা করি, বিএনপি-জামায়াত কেউ যেন ভারতীয় আগ্রাসনের পক্ষে কথা না বলে এবং ছাত্র-জনতার রক্তের সাথে বেঈমানি না করে। তারা যেন আওয়ামী লীগের মতো সন্ত্রাসীদের পুনর্বাসনের চেষ্টা না করে।”

বিক্ষোভ মিছিলটি ফেনী পৌরসভা থেকে শুরু হয়ে পুরাতন কারাগার সড়ক, ট্রাংক রোড, খেজুর চত্বর, বড় মসজিদ, ফেনী প্রেসক্লাব হয়ে শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশটি সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল আজিজ।

অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপি’র কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালমান হোসেন।

 

এনসিপি’র কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত বলেন, “আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করবে জুলাইয়ের শহীদরা, আহত যোদ্ধারা, এবং তারা যারা গত ১৫-১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকারের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন ও ধর্ষণের শিকার হয়েছে। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং তাদের সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। যদি তা না করা হয়, তবে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তুহিন, এনসিপি’র ফেনী জেলার সংগঠক শাহ ওয়ালিউল্লাহ মানিক, সুজা উদ্দিন সজিব, দাগনভূঁইয়ার সংগঠক অ্যাডভোকেট মনসুর উদ্দিন, পরশুরামের সংগঠক আব্দুল কাদের মিনার, ফুলগাজীর সংগঠক রাহাত চৌধুরী ও ছাগলনাইয়ার সংগঠক নাসির উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সংগঠক আবদুল্লাহ আল জুবায়ের, সাবেক সমন্বয়ক মুহাইমিন উদ্দিন তাজিম প্রমুখ।

এছাড়া কর্মসূচিতে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মী, ছাত্র প্রতিনিধি এবং জুলাই বিপ্লবে আহত যোদ্ধারাও অংশ নেন।

 

Tags :

Share News

Copy Link

Comments *