১০ মে, ২০২৫ || ২৬ বৈশাখ, ১৪৩২
প্রতারনা করে লাখ টাকা আদায় সোনাগাজীতে ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার
  • Updated Oct 04 2023
  • / 207 Read

সোনাগাজী প্রতিনিধি: 
সোনাগাজীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে লাখ টাকা হাতিয়ে নেয়া ভূয়া ডিবি পুলিশ নুরুল আমিন কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত নুরুল আমিন দাগনভূঞাঁ উপজেলার জায়লস্কর ইউনিয়নের নুর নবীর পুত্র।  


এই ঘটনায় ভূক্তভোগী মোশারফ হোসেন সূত্রে জানা যায়, নুরুল আমিন নিজেকে ডিবি পুলিশের অফিসার পরিচয় দিয়ে তাদের পারিবারিক ভূমি বিরোধ নিষ্পত্তির প্রস্তাব দিলে তারা রাজি হন, পরে তার চাহিদা মতে নগদ ৫০হাজার ও চেকের মাধ্যমে ৫০হাজার টাকা নিয়ে মোবাইল বন্ধ করে পালিয়ে যায়। 


পরে উপয়ান্তর না দেখে ভূক্তভোগীরা ফেনীর পুলিশ  সুপারের কাছে অভিযোগ দিলে প্রতারক নুরুল আমিন প্রকৃত ডিবি সদস্য নয় বলে জানাজানি হয়।  
অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে তথ্য প্রযুক্তি ব্যাবহার করে তার অবস্থান শনাক্ত করে সহকারি পুলিশ সুপার (সার্কেল) তাসলিম হুসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম বলেন, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা রুজুর পর আদালতে প্রেরণ করা হবে।

Tags :

Share News

Copy Link

Comments *