ফুলগাজীতে আ’লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
- Updated Nov 04 2023
- / 768 Read
ফুলগাজী প্রতিনিধি ;
ফুলগাজীতে বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদারের নেতৃত্বে গত বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নিজ নিজ মোটরসাইকেল নিয়ে আলী আজম স্কুল এন্ড কলেজ মাঠে জমায়েত হন নেতাকর্মীরা। সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করে নতুন মুন্সীরহাট, ফুলগাজী, বক্সমাহমুদ ও আমজাদহাট হয়ে মুন্সীরহাট বাজারে শেষ হয়।
এসময় অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাসার মজুমদার তপন, কেন্দ্রীয় একটি উপকমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, দরবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা যুবলীগের সভাপতি ছালেহ আহম্মেদ মিন্টু।
আওয়ামী লীগের শুভানুধ্যায়ী সাবেক ছাত্রলীগ নেতা লন্ডন প্রবাসী আবদুল কাইয়ুম শিমুল এই কর্মসূচি সফল করার জন্য সার্বিক ভাবে সহযোগিতা করেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত