১০ মে, ২০২৫ || ২৬ বৈশাখ, ১৪৩২
মধুপুরে দেড় কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
  • Updated Nov 08 2023
  • / 517 Read


শহর প্রতিনিধি: 
ফেনী পৌরসভার ১৪ ও ১৫ নং ওয়ার্র্ডে দেড় কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে মধুপুর ভূঁঞা বাড়ীর ও মালি পুকুর সংলগ্ন স্থানে এসব উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। 
এসময় ফেনী পৌরসভার প্যানেল মেয়র-৩ মঞ্জু রানী দেবী, ১৪ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম দিদার, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল হক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন তসলিমসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।


জানা যায়, ফেনী পৌরসভার ১৫নং ওয়ার্ডের মধুপুর হাজী মোখলেছুর রহমান সড়ক কার্পেটিং কাজে ৭৩ লাখ টাকা ব্যয়ে ৯৫০ মিটার কাঁচা রাস্তাকে কার্পেটংকরণ ও ১৪ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা নুরুল আফছার সড়ক কার্পেটিং কাজে ৭৫ লাখ টাকা ব্যয়ে ১০৫০ মিটার কাঁচা রাস্তাকে কার্পেটিং করা হচ্ছে। এতে করে লাল মিয়া মুন্সি রোড থেকে মালেক মিয়ার বাজার সংযোগ সড়ক আর মালেক মিয়ার বাজার থেকে সরাসির ঢাকা-চট্টগ্রাম মাহসড়কের সাথে বাইপাস সড়ক যাতায়াতে নতুন দিগন্তের সূচনা হবে।

Tags :

Share News

Copy Link

Comments *