১০ মে, ২০২৫ || ২৬ বৈশাখ, ১৪৩২
পাঠানবাড়িতে তালা ভেঙে বাসায় চুরি
  • Updated Nov 27 2023
  • / 582 Read

 

নিজস্ব প্রতিবেদক:
ফেনীতে ঘরের তালা ভেঙ্গে স্বর্ণালংকারসহ তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল।
শনিবার দিনের কোন এক সময় এই চুরির ঘটনা ঘটে। এই বিষয়ে ভুক্তভোগী রোকসানা আক্তার ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ ও মামলার এজাহার সূত্রে জানাগেছে, ফেনী পৌর এলাকার ১০নং ওয়ার্ডের সেলিম পাঠান সড়কের আবেদিন হাউজের তৃতীয় তলায় গৃহিণী রোকসানা আক্তারের ভাড়া বাসায় তালা কেটে গোপনে চোরের দল ঘরে ঢুকে স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়। 
এবিষয়ে, ভুক্তভোগী গৃহবধূ রোকসানা জানায়,  গত ২০ নভেম্বর বাসায় তালা লাগিয়ে তিনি চট্টগ্রামে তার এক আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যান। শনিবার পাশের বাসার ভাড়াটিয়া রোকসানাকে মোবাইল ফোনের মাধ্যমে জানায়, তার বাসার তালা ও দরজা খোলা এবং বাসার মালামাল এলোমেলো। একথা শুনার পর তাৎক্ষনিক তিনি বাসায় এসে দেখতে পায়, বাসার মেইন গেইটের তালা ভাংগা এবং ঘরের ভিতরে আলমিরার তালা ভাংগা, ওয়াড্রাপ, অন্যান্য সামগ্রী সকল কিছু এলো মেলো। আলমিরার ড্রয়ারে রাখা নগদ অর্থসহ আনুমানিক ৩ লক্ষ টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। রোকসানার স্বামীর বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলার কোরবানপুরে। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী জানায়, চুরির ঘটনার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। তদন্ত করে চোরদের দ্রুত সময়ে আইনের আওতায় আনা হবে।

Tags :

Share News

Copy Link

Comments *