১০ মে, ২০২৫ || ২৬ বৈশাখ, ১৪৩২
সোনাগাজীতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • Updated Sep 13 2023
  • / 211 Read

 


সোনাগাজী প্রতিনিধি: 
সোনাগাজীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে ২দিন ব্যাপি কৃষক প্রশিক্ষনের উদ্বোধন এবং বীজ ও ফলের চারা বিতরণ মঙ্গলবার দুপুরে কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 
উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। প্রশিক্ষনের উদ্বোধন করেন ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ একরাম উদ্দিন। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্প, চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার ড. মোহাম্মদ আমানুল ইসলাম, এডিডি ডিএই মো: সোফায়েল হোসেন।
উল্লেখ্য, ২ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণে উপজেলার সকল ইউনিয়ন থেকে ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। উপজেলা কৃষি অফিস হতে প্রশিক্ষণার্থী প্রত্যেকের মাঝে ৪টি করে ফলের চারা ও ১০ প্যাকেট বীজ বিতরণ করা হয়।

Tags :

Share News

Copy Link

Comments *