১১ মে, ২০২৫ || ২৮ বৈশাখ, ১৪৩২
ফেনীতে ২ লাখ ৪৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’
  • Updated Dec 09 2023
  • / 529 Read


স্টাফ রিপোর্টার: 
’ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’-স্লোগানে আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার সারাদেশের ন্যায় ফেনীতে ২ লাখ ৪৩ হাজার ৫২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩০ হাজার ৩৬১ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ২ লাখ ১২ হাজার ৬৯১ লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। গত বৃহস্পতিবার সকালে ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এস এস আর মাসুদ রানা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।


ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাশেদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাশেদুল হাসান জানান, জেলার ৬টি উপজেলার ৪৩টি ইউনিয়নে ও ৫টি পৌরসভায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল ওইদিন সকাল ৮টা-বিকেল ৪টা পর্যন্ত খাওয়ানোর জন্য ১ হাজার ১০৫টি অস্থায়ী কেন্দ্র ও ৭টি স্থায়ী কেন্দ্র, ভ্রাম্যমাণ ৩০টি সহ মোট ১ হাজার ১৪২টি কেন্দ্র থাকবে।এ জন্য জেলায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, বেসরকারি স্বেচ্ছাসেবকসহ ২ হাজার ৭৪১ জন কর্মী নিয়োজিত থাকবেন।

Tags :

Share News

Copy Link

Comments *