১০ মে, ২০২৫ || ২৬ বৈশাখ, ১৪৩২
সোনাইমুড়ীতে বিদেশী মদসহ কারবারি গ্রেপ্তার
  • Updated Jan 14 2024
  • / 486 Read


নোয়াখালী প্রতিনিধি;
সোনাইমুড়ীতে ৩৩ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। গ্রেপ্তারকৃত বাকের হোসেন (৪৪) উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামের বেছা গাজীর বাড়ির মৃত আবুল বাসারের ছেলে। 


শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নজরপুর গ্রামের বেছা গাজীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপজেলার নজরপুর গ্রামের বেছা গাজীর বাড়িতে অভিযান চালায়। 

অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ বাকের হোসেনকে তার নিজের বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

Tags :

Share News

Copy Link

Comments *