১০ মে, ২০২৫ || ২৬ বৈশাখ, ১৪৩২
সোনাগাজীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • Updated Jan 22 2024
  • / 718 Read

 


সোনাগাজী প্রতিনিধি :  
সোনাগাজীতে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রবিবার বিকালে মতিগঞ্জ আর.এম হাট কে উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। 


উপজেলা নির্বাহি অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের সাংসদ লে: জে: (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী।  


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী পৌরসভার মেয়র এড. রফিকুল ইসলাম খোকন,  মতিগঞ্জ  আর.এম হাট কে উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইকবাল হাসান, ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রিপন। 
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা। এসময় বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রধান শিক্ষক ও ক্রিড়া শিক্ষকগণ সহ ছাত্র ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Tags :

Share News

Copy Link

Comments *