১০ মে, ২০২৫ || ২৬ বৈশাখ, ১৪৩২
সোনাগাজীতে গরু চুরি মামলায় সাজাপ্রাপ্ত আসামী চট্টগ্রামে গ্রেপ্তার
  • Updated Jan 23 2024
  • / 698 Read



নিজস্ব প্রতিনিধি: 
ফেনীর সোনাগাজীতে গরু চুরির একটি মামলায় সাজাপ্রাপ্ত এক আসামীকে ৭ বছর পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নাম সাইফুল ইসলাম (৩৫)। তিনি সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পক্ষিয়া গ্রামের আবু তৈয়বের ছেলে। রবিবার দিবাগত রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  


পুলিশ জানায়, সোনাগাজীতে গরু চুরির একটি মামলায় ২০১৭ সালে ফেনীর আদালতে দেড় বছরের সাজা ও ৫ হাজার টাকায় দন্ডিত হন সাইফুল। এরপর থেকে সাজা পালাতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান তিনি।


সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ জানান, গরু চুরি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই সাইফুল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাকে আদালতে সোপর্দ করতে দীর্ঘদিন পুলিশ নানা চেষ্টা করে যাচ্ছে। সর্বশেষে রায়ের ৭ বছর পর গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

 

Tags :

Share News

Copy Link

Comments *