১০ মে, ২০২৫ || ২৬ বৈশাখ, ১৪৩২
ফেনীতে প্রাথমিক শিক্ষা পদক ও পুরষ্কার বিতরণ
  • Updated Feb 20 2024
  • / 517 Read

 

সদর প্রতিনিধি:

ফেনী সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ফেনী পিটিআই প্রথামিক বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, পিটিআই’র সুপারিনটেন্ডেন্ট আয়েশা আক্তার, সদর উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান একে শহিদ উল্যাহ খন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা জুসি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম।

 

অনুষ্ঠান শেষে সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি জসিম মাহমুদ, জাগরণী সাংস্কৃতিক একাডেমীর পরিচালক আরডি বাবলুসহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ অভিভাবকবৃন্দ।

Tags :

Share News

Copy Link

Comments *