ফেনীতে ২ শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা
- Updated Jan 25 2025
- / 517 Read
নিজস্ব প্রতিনিধি: ফেনী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগমকে বিদায় উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। ফেনী সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল গণির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরিদ উদ্দীন আহাম্মদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা, জেলা রিসোর্স কর্মকর্তা মো. খলিলুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মোতালেব ও প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খোন্দকার।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজি উল্যাহ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বক্তব্য রাখেন। আয়োজকরা জানান, দীর্ঘদিন যাবৎ ফেনী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন শেষে অবসরজনিত বিদায় ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম পদোন্নতি পেয়ে চাঁদপুরের জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হওয়ায় এ সংবর্ধনা দেওয়া হয়েছে।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত