ফেনীতে দৈনিক সংগ্রাম’র সুবর্ণজয়ন্তী উদযাপন
- Updated Jan 25 2025
- / 520 Read
স্টার লাইন ডেস্ক:
ফেনীতে দৈনিক সংগ্রাম'র সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌর প্রশাসক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী এবং স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন।
বৃহস্পতিবার বিকালে এ উপলক্ষে ফেনী প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়ার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুর রহমান ছিদ্দিকী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, ফেনী জেলা আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী জেলা জামায়াতের সাবেক আমীর মাস্টার একেএম সামছুদ্দিন, নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ।
পত্রিকাটির জেলা প্রতিনিধি একেএম আবদুর রহিমের সভাপতিত্বে ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ:সাধারণ সম্পাদক নুরউল্যাহ কায়ছারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী আরিফুর রহমান, এস এম ইউসুফ আলী, এন এন জীবন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, ইয়ুথ জার্ণালিস্ট ফোরাম ফেনী শাখার সভাপতি শাহজালাল ভূইয়া প্রমূখ।
শেষে কেক কাটা, র্যালী ও দোয়ায় অংশগ্রহণ করেন ফেনীতে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তরা।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত