১০ মে, ২০২৫ || ২৬ বৈশাখ, ১৪৩২
মে দিবস উপলক্ষে ফেনীতে শ্রমিক দলের নানা কর্মসূচি পালিত
  • Updated May 03 2025
  • / 338 Read

 

 

 

নিজস্ব প্রতিনিধি:

আন্তর্জাতিক মে দিবসে ফেনীতে নানা কর্মসূচি পালন করেছে ফেনী জেলা শ্রমিক দল। গত বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ ওয়াপদা মাঠ সংলগ্ন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটির অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোকছেদুল আলম টিপু। 

 

 

পরে শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে র‌্যালিটি ফেনী প্রেসক্লাবে সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। 

 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর এমএ খালেক, গাজী হাবিবউল্লাহ মানিক, এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী। এছাড়াও জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন চৌধুরী, যুগ্ম সম্পাদক নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক শাহআলম ফরাজী, প্রচার সম্পাদক সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, জেলা শ্রমিক দলের নেতা আবুল কালাম আজাদ স্বপন, অ্যাডভোকোট জাহিদ হোসেন কমল, সোনাগাজী শ্রমিক দলের সভাপতি নুরুল হুদা, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইমতিয়াজ এলাহী টিটু, ফেনী পৌর শ্রমিক দলের সভাপতি আবুল বশর ও সাধারণ সম্পাদক মোঃ হানিফসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন। 

Tags :

Share News

Copy Link

Comments *